অরুণ মিত্র
লেখক পরিচিতি
অরুণ মিত্র (২ নভেম্বর ১৯০৯ – ২২ অগস্ট ২০০০) ছিলেন রবীন্দ্রোত্তর বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি, শিক্ষাবিদ ও অনুবাদক। তিনি যশোরে জন্মগ্রহণ করেন এবং অল্পবয়সে কলকাতায় চলে আসেন। প্রাথমিক শিক্ষাজীবন কলকাতার বঙ্গবাসী স্কুলে শুরু হয় এবং ১৯৩০ সালে রিপন কলেজ থেকে বিএ পাস করেন। শিক্ষাজীবনের সময় ফরাসি সাহিত্য ও ভিক্টর হুগরের কাজের প্রতি আকৃষ্ট হয়ে তিনি ফরাসি ভাষা শেখেন। ১৯৪২ পর্যন্ত আনন্দবাজার পত্রিকায় কর্মরত থাকা কালীন তিনি মার্ক্সবাদের প্রভাবে সাহিত্য ও সমাজচেতনার সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে তিনি ফ্রান্সে সরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট লাভ করেন এবং ১৯৫২ সালে দেশে ফিরে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে ফরাসি ভাষা ও সাহিত্যের অধ্যাপকের পদে যোগ দেন। অরুণ মিত্রের কবিতা ও গবেষণায় গভীর মানবিক অনুভূতি, সামাজিক সচেতনতা ও আধুনিকতাবাদ লক্ষ্য করা যায়। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘প্রান্তরেখা’, ‘উৎসের দিকে’, ‘ঘনিষ্ঠ তাপ’, ‘মঞ্চের বাইরে কাটিতে’ এবং ‘শ্রেষ্ঠ কবিতা’। তিনি ১৯৭৯ সালে রবীন্দ্র পুরস্কার এবং ১৯৮৭ সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন।
বইসমূহ
অরুণ মিত্র-এর কোনো বই পাওয়া যায়নি।