অচিন্ত্যকুমার সেনগুপ্ত

অচিন্ত্যকুমার সেনগুপ্ত

অচিন্ত্যকুমার সেনগুপ্ত

লেখক পরিচিতি

অচিন্ত্যকুমার সেনগুপ্ত (১৯ সেপ্টেম্বর ১৯০৩ – ২৯ জানুয়ারি ১৯৭৬) ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি, ঔপন্যাসিক ও সম্পাদক, যিনি রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পর কল্লোল যুগের গুরুত্বপূর্ণ সাহিত্যিক হিসেবে স্বীকৃত। নোয়াখালীর জন্ম হলেও শৈশব ও প্রাথমিক শিক্ষা কলকাতায় সম্পন্ন করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম.এ. ও বি.এল. ডিগ্রি লাভের পর তিনি বিচার বিভাগে কাজ শুরু করেন। ১৯২১ সালে ‘নীহারিকা দেবী’ ছদ্মনামে তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয়। সাহিত্য জীবনে তিনি উপন্যাস, ছোটগল্প, কবিতা ও ধর্মীয় জীবনীতে সমানভাবে প্রভাব ফেলেছেন। তাঁর প্রথম উপন্যাস *বেদে* (১৯২৮) আধুনিক বাংলা সাহিত্যে বিশেষভাবে সমাদৃত, পাশাপাশি *কাকজোৎস্না*, *অমাবস্যা* ও *পূর্ব-পশ্চিম* উল্লেখযোগ্য। বিচারবিভাগে কর্মরত থাকার কারণে তিনি মানুষের দৈনন্দিন জীবন ও সামাজিক বাস্তবতার নিপুণ চিত্র অঙ্কন করতে পেরেছেন। দীর্ঘ সাহিত্যচর্চায় তিনি প্রায় ৭০টির বেশি গ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে কবিতা, উপন্যাস, ছোটগল্প ও স্মৃতিকথা অন্তর্ভুক্ত। অচিন্ত্যকুমার সেনগুপ্ত বাংলা সাহিত্যের আধুনিক ধারার একজন গুরুত্বপূর্ণ আঙ্গিক ও কলামিক ব্যক্তি হিসেবে চিহ্নিত।

বইসমূহ

অচিন্ত্যকুমার সেনগুপ্ত-এর কোনো বই পাওয়া যায়নি।