শীর্ষেন্দু মুখোপাধ্যায়
লেখক পরিচিতি
শীর্ষেন্দু মুখোপাধ্যায় (জন্ম: ২ নভেম্বর ১৯৩৫) একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক, যিনি শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য গল্প ও উপন্যাস রচনা করেছেন। তিনি বিশেষভাবে *মানবজমিন* উপন্যাসের জন্য ১৯৮৮ সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছেন। ছোটদের জন্য লেখা তাঁর জনপ্রিয় উপন্যাসের মধ্যে রয়েছে *মনোজদের অদ্ভুত বাড়ি* এবং *গোসাঁই-বাগানের ভূত*। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম ব্রিটিশ ভারতের ময়মনসিংহে হয়। পরিবার বিভাজনের পর কলকাতায় স্থানান্তরিত হন। স্কুল জীবন এবং মধ্যশিক্ষা কলকাতার পাশাপাশি আসাম, পূর্ববঙ্গ ও বিহারের বিভিন্ন স্থানে সম্পন্ন করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি আনন্দবাজার পত্রিকা ও দেশ পত্রিকার সঙ্গে যুক্ত হন।
বইসমূহ
হারানো কাকাতুয়া
বই দেখুনমোট ১ ফলাফল, দেখাচ্ছে ১ থেকে ১