সিকান্দার আবু জাফর
লেখক পরিচিতি
সিকান্দার আবু জাফর (১৯ মার্চ ১৯১৯ – ৫ আগস্ট ১৯৭৫) ছিলেন একজন বাঙালি কবি, নাট্যকার, সঙ্গীত রচয়িতা এবং সাংবাদিক। তৎকালীন খুলনা জেলায় জন্মগ্রহণ করা তিনি ভারত বিভাগের পর ঢাকায় আসেন এবং রেডিও পাকিস্তান ও বিভিন্ন পত্রিকায় কাজ করেন। ১৯৫৭ থেকে ১৯৭৫ পর্যন্ত তিনি সাহিত্য পত্রিকা *সমকাল*-এর প্রকাশক ও সম্পাদক হিসেবে বাংলা সাহিত্যকে নতুন গতি দেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে *প্রসন্ন প্রহর*, *তিমিরান্তিক*, *বৈরী বৃষ্টিতে* এবং নাটক *সিরাজউদ্দৌলা*। তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৬) ও একুশে পদক (১৯৮৪, মরণোত্তর) প্রাপ্ত। সিকান্দার আবু জাফর ৫ আগস্ট ১৯৭৫ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।
বইসমূহ
সিকান্দার আবু জাফর-এর কোনো বই পাওয়া যায়নি।
প্রণয়ী পাঠাগার — সর্বস্বত্ব সংরক্ষিত
প্রণয়ী পাঠাগার উন্নয়নে
ডটসাইন