শিবনারায়ণ রায়

শিবনারায়ণ রায়

শিবনারায়ণ রায়

লেখক পরিচিতি

শিবনারায়ণ রায় (২০ জানুয়ারি ১৯২১ – ২৬ ফেব্রুয়ারি ২০০৮) ছিলেন একজন বিশিষ্ট বাঙালি চিন্তাবিদ, শিক্ষাবিদ, দার্শনিক ও সাহিত্য সমালোচক। কলকাতায় জন্মগ্রহণ করা শিবনারায়ণের পিতা উপেন্দ্রনাথ বিদ্যাভূষণ শাস্ত্রী একজন খ্যাতনামা সংস্কৃতজ্ঞ ও শিক্ষাব্রতী, এবং মাতা রাজকুমারী রায়চৌধুরী একজন লেখিকা। ১৯৪২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম.এ. ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৪৫ সালে সিটি কলেজে শিক্ষকতা শুরু করেন এবং পরে বোম্বাই ও মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। দেশে ফেরার পর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যক্ষ ও 'রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন'-এর চেয়ারম্যান হিসেবে কাজ করেন। শিবনারায়ণ ছিলেন নাস্তিক, যুক্তিবাদী ও রাডিক্যাল মানবতাবাদী, বিপ্লবী মানবেন্দ্রনাথ রায়ের ভাবধারার অনুগামী। তিনি কবিতা, সাহিত্য সমালোচনা ও দার্শনিক প্রবন্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে *সাহিত্য চিন্তা*, *নায়কের মৃত্যু*, *কবির নির্বাসন*, *বাঙালিত্বের খোঁজে* ও *প্রবাসের জার্নাল* অন্তর্ভুক্ত। শান্তিনিকেতন ও কলকাতায় বসবাসকারী অধ্যাপক শিবনারায়ণ রায় ২৬ ফেব্রুয়ারি ২০০৮ সালে শান্তিনিকেতনে মৃত্যুবরণ করেন।

বইসমূহ

শিবনারায়ণ রায়-এর কোনো বই পাওয়া যায়নি।