শঙ্খ ঘোষ

শঙ্খ ঘোষ

শঙ্খ ঘোষ

লেখক পরিচিতি

শঙ্খ ঘোষ (৫ ফেব্রুয়ারি ১৯৩২ – ২১ এপ্রিল ২০২১) ছিলেন ভারতের একজন বিশিষ্ট বাঙালি কবি, সাহিত্য সমালোচক এবং রবীন্দ্রবিশেষজ্ঞ। আসল নাম চিত্তপ্রিয় ঘোষ, জন্ম চাঁদপুরে এবং পড়াশোনা কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন করেন। তিনি দীর্ঘকাল শিক্ষকতা করেছেন বঙ্গবাসী কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয় ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। শঙ্খ ঘোষের কবিতা এবং গদ্য উভয়েই সমাজ, রাজনৈতিক প্রতিক্রিয়া ও মানুষের অন্তর্দৃষ্টি প্রতিফলিত করে। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে *দিনগুলি রাতগুলি*, *বাবরের প্রার্থনা*, *মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে* এবং *গান্ধর্ব কবিতাগুচ্ছ* অন্তর্ভুক্ত। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের সাহিত্য ধারার উত্তরসূরী হিসেবে খ্যাতি অর্জন করেন। ১৯৭৭ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার, ২০১১ সালে পদ্মভূষণ এবং ২০১৬ সালে জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হন। শঙ্খ ঘোষের কবিতার বিশেষত্ব হল সমাজের নিচুতলার মানুষের বঞ্চনা ও শোষণ, সেই সঙ্গে অন্তর্মনের গভীর আবেগ ও চেতনাকে তিনি কবিতায় তুলে এনেছেন। তিনি ২১ এপ্রিল ২০২১ সালে কলকাতায় কোভিড-১৯ ও অন্যান্য জটিল রোগে মৃত্যুবরণ করেন।

বইসমূহ

শঙ্খ ঘোষ-এর কোনো বই পাওয়া যায়নি।