রাধারমণ দত্ত

রাধারমণ দত্ত

রাধারমণ দত্ত

লেখক পরিচিতি

রাধারমণ দত্ত (১৮৩৩–১৯১৫) ছিলেন বাংলা লোকসংগীতের অন্যতম শ্রেষ্ঠ সাধক কবি ও বৈষ্ণব বাউল, যিনি ধামাইল নৃত্য ও গানের প্রবর্তক হিসেবে সর্বাধিক পরিচিত। তাঁর জন্ম সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামে এক সাহিত্যনুরাগী ব্রাহ্মণ পরিবারে; পিতা ছিলেন বিখ্যাত কবি রাধামাধব দত্ত, যিনি ‘গীতগোবিন্দ’-এর বাংলা অনুবাদক। শৈশব থেকেই সংগীত ও আধ্যাত্মিক সাধনায় রাধারমণ আকৃষ্ট হন এবং জীবনের শেষ পর্যন্ত কৃষ্ণপ্রেমে নিজেকে উৎসর্গ করেন। তিনি প্রায় তিন হাজারেরও বেশি ভক্তিমূলক, দেহতত্ত্ব, প্রেম, ও ধামাইল গান রচনা করেন, যার মধ্যে “ভ্রমর কইয়ো গিয়া” ও “প্রাণ সখী রে ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে” আজও জনপ্রিয়। স্ত্রী ও সন্তানদের মৃত্যু তাঁকে সংসারবিমুখ করে তোলে, পরে তিনি নলুয়ার হাওরের পাড়ে আশ্রম স্থাপন করে বৈরাগ্যজীবনে প্রবেশ করেন। রাধারমণ দত্ত কেবল গীতিকার ও কবি নন, তিনি ছিলেন সুরকার ও গায়কও। তাঁর গান বাঙালির লোকসংগীত ঐতিহ্যে এক অমর সম্পদ, যা আজও সিলেট, ময়মনসিংহ ও ত্রিপুরা অঞ্চলে সমানভাবে জনপ্রিয়।

বইসমূহ

রাধারমণ দত্ত-এর কোনো বই পাওয়া যায়নি।