নবারুণ ভট্টাচার্য
লেখক পরিচিতি
নবারুণ ভট্টাচার্য (২৩ জুন ১৯৪৮ – ৩১ জুলাই ২০১৪) ছিলেন ভারতীয় বাঙালি কবি, কথাসাহিত্যিক ও এক প্রতিবাদী লেখক। তাঁর জন্ম কলকাতায়, বাবা নাট্যকার বিজন ভট্টাচার্য এবং মা বিশিষ্ট সাহিত্যিক মহাশ্বেতা দেবী। স্কুলজীবন কেটেছে বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে, পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেন। কর্মজীবন শুরু করেন একটি বিদেশি সংস্থায়, কিন্তু পরে লেখালেখিতেই সম্পূর্ণ মনোনিবেশ করেন। তাঁর সাহিত্যজীবনে প্রতিধ্বনিত হয়েছে সমাজের বঞ্চিত, প্রান্তিক ও বিদ্রোহী মানুষের কণ্ঠস্বর। বিখ্যাত কাব্যগ্রন্থ *এই মৃত্যু উপত্যকা আমার দেশ না* এবং উপন্যাস *হারবার্ট*, *কাঙাল মালসাট*, *ফ্যাতাড়ু সিরিজ* তাঁকে অনন্য মর্যাদায় পৌঁছে দেয়। সমাজ ও রাজনীতির প্রতি তাঁর তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি তাঁকে আলাদা করে তোলে সমকালীন লেখকদের মধ্যে। ১৯৯৬ সালে তিনি বঙ্কিম পুরস্কার ও ১৯৯৭ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। জীবনের শেষ দিকে আন্ত্রিক ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৪ সালের ৩১ জুলাই কলকাতায় মৃত্যুবরণ করেন এই ব্যতিক্রমী সাহিত্যপ্রতিভা।
বইসমূহ
নবারুণ ভট্টাচার্য-এর কোনো বই পাওয়া যায়নি।