জয় গোস্বামী
লেখক পরিচিতি
জয় গোস্বামী (জন্ম: ১০ নভেম্বর ১৯৫৪) পশ্চিমবঙ্গের একজন বিশিষ্ট আধুনিক বাংলা কবি, যিনি উত্তর-জীবনানন্দ যুগের অন্যতম প্রধান কণ্ঠ হিসেবে স্বীকৃত। তাঁর কবিতায় প্রেম, জীবন, সমাজ, মানুষ ও প্রকৃতির অন্তর্গত সম্পর্ক গভীর চিত্রকল্প ও অনন্য উপমায় প্রকাশ পেয়েছে। কলকাতায় জন্ম নেওয়া জয়ের শৈশব কেটেছে রানাঘাটে, যেখানে তিনি স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পিতা মধু গোস্বামী ছিলেন বিপ্লবী রাজনীতিক; অল্প বয়সেই পিতৃহারা হয়ে মা-ই তাঁকে বড় করেন। কৈশোরেই তিনি কবিতা লেখা শুরু করেন এবং সাহিত্য পত্রিকায় লিখতে লিখতে পরিচিতি লাভ করেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ *ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ* প্রকাশিত হয় ১৯৭৬ সালে। পরবর্তীতে *ঘুমিয়েছ, ঝাউপাতা* গ্রন্থের জন্য তিনি ১৯৮৯ সালে আনন্দ পুরস্কার এবং *পাগলী তোমার সঙ্গে* গ্রন্থের জন্য ২০০০ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার অর্জন করেন। জয় গোস্বামীর কবিতায় মানবিক আবেগ, বিচ্ছেদ, অস্তিত্ববোধ ও জীবনের অনন্ত অনুসন্ধান মিলেমিশে এক অনন্য কাব্যজগৎ সৃষ্টি করেছে।
বইসমূহ
জয় গোস্বামী-এর কোনো বই পাওয়া যায়নি।