সুবোধ ঘোষ
লেখক পরিচিতি
সুবোধ ঘোষ (১৪ সেপ্টেম্বর ১৯০৯ – ১০ মার্চ ১৯৮০) ছিলেন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক, যিনি বাংলা সাহিত্যে বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বিহারের হাজারিবাগে জন্মগ্রহণ করেন, আদি নিবাস বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর। প্রাথমিক শিক্ষাজীবনের পর অর্থনৈতিক কারণে পড়াশোনা ত্যাগ করে নানা পেশায় কর্মসংস্থান লাভ করেন—বাসের কন্ডাক্টর, সার্কাসের ক্লাউন, ট্রাক ড্রাইভার, চায়ের ব্যবসায়ী ও বেকারির স্টোরকিপার ইত্যাদি। ১৯৪০-এর দশক থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনি সাহিত্যচর্চায় নিয়োজিত ছিলেন এবং আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় বিভাগে সহকারী ও পরে সিনিয়র সম্পাদক হিসেবে কাজ করেন। সুবোধ ঘোষের প্রথম প্রকাশিত গল্প **‘অযান্ত্রিক’**, এরপর **‘ফসিল’** এবং **‘থির বিজুরি’**, যা বাংলা সাহিত্যে যুগান্তকারী হিসেবে স্বীকৃত। তিনি উপন্যাস রচনায়ও সমৃদ্ধ, যার মধ্যে উল্লেখযোগ্য **‘তিলাঞ্জলি’ (১৯৪৪)**, **‘গঙ্গোত্রী’ (১৯৪৭)**, **‘ত্রিযামা’ (১৯৫০)** ও **‘শতকিয়া’ (১৯৫৮)**। তাঁর গল্প **‘জতুগৃহ’** অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে। সাহিত্য ও সাংবাদিকতার পাশাপাশি তিনি কংগ্রেস সাহিত্য সংঘের প্রতিষ্ঠাতা সম্পাদকও ছিলেন। সুবোধ ঘোষকে আনন্দ পুরস্কার এবং জগত্তারিণী পদকে ভূষিত করা হয়।
বইসমূহ
সুবোধ ঘোষ-এর কোনো বই পাওয়া যায়নি।