শিবরাম চক্রবর্তী
লেখক পরিচিতি
শিবরাম চক্রবর্তী (১৩ ডিসেম্বর ১৯০৩ – ২৮ আগস্ট ১৯৮০) ছিলেন একজন ভারতীয় বাঙালি রম্যলেখক, প্রাবন্ধিক ও নাট্যকার। তাঁর সাহিত্যজীবনের শুরু কবিতা রচনা দিয়ে হলেও তিনি অজস্র প্রবন্ধ, নাটক ও হাস্যরসাত্মক গল্প রচনা করেন। উল্লেখযোগ্য কৃত্রিম গ্রন্থের মধ্যে আছে ‘বাড়ি থেকে পালিয়ে’, ‘কলকাতার হালচাল’, ‘বর্মার মামা’ এবং ‘মনের মত বৌ’। স্বাধীনতা আন্দোলনে যুক্ত থাকার কারণে শিবরাম জেলও ভোগ করেছেন এবং জীবনের বেশিরভাগ সময় উত্তর কলকাতায় মেসবাড়িতে কাটিয়েছেন। তাঁর লেখা রম্যকাহিনী, রাজনৈতিক প্রবন্ধ ও স্মৃতিকথামূলক গ্রন্থ বাংলা সাহিত্যে বিশেষ স্থান অধিকার করেছে।
বইসমূহ
শিবরাম চক্রবর্তী-এর কোনো বই পাওয়া যায়নি।
প্রণয়ী পাঠাগার — সর্বস্বত্ব সংরক্ষিত
প্রণয়ী পাঠাগার উন্নয়নে
ডটসাইন