শহীদ কাদরী
লেখক পরিচিতি
শহীদ কাদরী (১৪ আগস্ট ১৯৪২ – ২৮ আগস্ট ২০১৬) ছিলেন একজন বাংলাদেশি কবি ও লেখক, যিনি আধুনিক নাগরিক জীবন ও শহুরে অভিজ্ঞতার সূক্ষ্ম চিত্র কাব্যে উপস্থাপন করেছেন। কলিকাতায় জন্মগ্রহণ করে শৈশব ঢাকায় কাটানো কাদরী ১৯৫৩ সালে ‘পরিক্রমা’ শিরোনামে তার প্রথম কবিতা লিখেন এবং ১৯৬৭ সালে প্রথম কাব্যগ্রন্থ ‘উত্তরাধিকার’ প্রকাশিত হয়। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে আছে ‘তোমাকে অভিবাদন, প্রিয়তমা’ (১৯৭৪), ‘কোথাও কোনো ক্রন্দন নেই’ (১৯৭৮), এবং ‘আমার চুম্বনগুলো পৌঁছে দাও’ (২০০৯)। ১৯৭৩ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১১ সালে একুশে পদক দিয়ে তার সাহিত্যকর্মকে স্বীকৃতি দেওয়া হয়।
বইসমূহ
শহীদ কাদরী-এর কোনো বই পাওয়া যায়নি।
প্রণয়ী পাঠাগার — সর্বস্বত্ব সংরক্ষিত
প্রণয়ী পাঠাগার উন্নয়নে
ডটসাইন