শওকত আলী
লেখক পরিচিতি
শওকত আলী (১২ ফেব্রুয়ারি ১৯৩৬ – ২৫ জানুয়ারি ২০১৮) ছিলেন একজন বাংলাদেশী কথাসাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষক, যিনি স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সাহিত্যজগতে গল্প ও উপন্যাসের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। রায়গঞ্জ, উত্তর দিনাজপুরে জন্মগ্রহণ করা শওকত আলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. সম্পন্ন করেন এবং বিভিন্ন বিদ্যালয় ও কলেজে শিক্ষকতা করেন। তিনি সাহিত্যকর্মে বিশেষভাবে তিন-ভাগীয় ত্রয়ী উপন্যাস ‘দক্ষিণায়নের দিন’, ‘কুলায় কালস্রোত’, ‘পূর্বরাত্রি পূর্বদিন’ দিয়ে পরিচিত, যার জন্য ফিলিপস সাহিত্য পুরস্কার (১৯৮৬) লাভ করেন। ১৯৯০ সালে সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে।
বইসমূহ
শওকত আলী-এর কোনো বই পাওয়া যায়নি।
প্রণয়ী পাঠাগার — সর্বস্বত্ব সংরক্ষিত
প্রণয়ী পাঠাগার উন্নয়নে
ডটসাইন