রমাপদ চৌধুরী

রমাপদ চৌধুরী

রমাপদ চৌধুরী

লেখক পরিচিতি

রমাপদ চৌধুরী (২৮ ডিসেম্বর ১৯২২ – ২৯ জুলাই ২০১৮) ছিলেন একজন ভারতীয় বাংলা উপন্যাসিক ও গল্পকার, যিনি আনন্দবাজার পত্রিকায় বহু বছর কাজ করেছেন এবং পত্রিকার 'রবিবাসরীয়' বিভাগের সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছেন। খড়গপুরে জন্মগ্রহণকারী রমাপদ প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম.এ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৪ সালে প্রথম উপন্যাস **‘প্রথম প্রহর’** প্রকাশ করেন এবং পরবর্তী সময়ে প্রায় পঞ্চাশটি উপন্যাস রচনা করেন, যার মধ্যে **‘বনপলাশীর পদাবলী’, ‘এখনই’, ‘বাড়ি বদলে যায়’** উল্লেখযোগ্য। দীর্ঘ সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তিনি আনন্দ পুরস্কার (১৯৬৩), রবীন্দ্র পুরস্কার (১৯৭১), সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৮৮) এবং রবীন্দ্রনাথ স্মারক আন্তর্জাতিক পুরস্কার (২০১১) লাভ করেন।

বইসমূহ

রমাপদ চৌধুরী-এর কোনো বই পাওয়া যায়নি।