রওশন ইজদানী
লেখক পরিচিতি
রওশন ইজদানী (২৮ ফেব্রুয়ারি ১৯১৮ – ২৩ জুন ১৯৬৭) ছিলেন একজন প্রখ্যাত বাঙালি কবি, প্রাবন্ধিক, লোকসাহিত্যের গবেষক ও সংগ্রাহক, যিনি মূলত পল্লী কবি হিসেবে খ্যাত ছিলেন। নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বিদ্যাবল্লভ গ্রামে জন্মগ্রহণ করেন এবং প্রাথমিক শিক্ষা স্থানীয় মাদ্রাসা ও আশুজিয়া হাইস্কুলে সম্পন্ন করেন। কর্মজীবন শুরু করেন প্রাইমারী স্কুল শিক্ষকতা দিয়ে, পরে বিভিন্ন প্রতিষ্ঠান ও পত্রিকায় কর্মরত হন। তিনি মোমেনশাহীর লোক সাহিত্য ও পূর্ব পাকিস্তানের লোক সাহিত্য–সহ ২৬টি প্রকাশিত ও ১৮টি অপ্রকাশিত গ্রন্থ রচনা করেন। উল্লেখযোগ্য গ্রন্থ: চিনু বিবি, খাতামুন নাবীঈন, বজ্রবাণী, রঙ্গিলা বন্ধু, ইউসুফ জুলেখা, ভাঙ্গাবীনা, নীল দরিয়া, রাহগীর, খোলাফা-ই-রাশেদীন। ১৯৬০ সালে ‘খাতামুন নাবীঈন’ রচনার জন্য তিনি আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন।
বইসমূহ
রওশন ইজদানী-এর কোনো বই পাওয়া যায়নি।