মোহাম্মদ মনিরুজ্জামান
লেখক পরিচিতি
মোহাম্মদ মনিরুজ্জামান (১৫ আগস্ট ১৯৩৬ – ৩ সেপ্টেম্বর ২০০৮) ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশী কবি, সাহিত্যিক ও ভাষাবিজ্ঞানী। যশোরে জন্মগ্রহণ করা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পরে লন্ডন বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক্টরাল গবেষণা করেন। ১৯৫৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ফেলো হিসেবে যোগদান করেন, পরে প্রভাষক এবং অধ্যাপকের পদে উন্নীত হন এবং ১৯৭৮–৮১ সালে বাংলা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। মনিরুজ্জামানের সাহিত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য হলো কাব্যগ্রন্থ ‘দুর্লভ দিন’, ‘শঙ্কিত আলোকে’, ‘বিপন্ন বিষাদ’ ও ‘প্রতনু প্রত্যাশা’। তিনি ২০০৪ সালে অবসর গ্রহণ করেন এবং ২০০৮ সালে মৃত্যুবরণ করেন।
বইসমূহ
মোহাম্মদ মনিরুজ্জামান-এর কোনো বই পাওয়া যায়নি।
প্রণয়ী পাঠাগার — সর্বস্বত্ব সংরক্ষিত
প্রণয়ী পাঠাগার উন্নয়নে
ডটসাইন