মৈত্রেয়ী দেবী
লেখক পরিচিতি
মৈত্রেয়ী দেবী (১ সেপ্টেম্বর ১৯১৪–৪ ফেব্রুয়ারি ১৯৯০) ছিলেন একজন প্রখ্যাত বাঙালি কবি, লেখক ও ঔপন্যাসিক। চট্টগ্রামে জন্মগ্রহণ করা তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার সাহিত্যজীবন শুরু হয় ষোল বছর বয়সে, প্রথম কাব্যগ্রন্থ **‘উদিত’** প্রকাশিত হয় ১৯৩০ সালে, যার ভূমিকা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আত্মজীবনীমূলক উপন্যাস **‘ন হন্যতে’** তাকে বিশেষ খ্যাতি এনে দেয়, যার জন্য ১৯৭৬ সালে তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার পান। মৈত্রেয়ী দেবী সমাজসেবায়ও সক্রিয় ছিলেন; ১৯৬৪ সালে সাম্প্রদায়িক দাঙ্গার সময় ‘কাউন্সিল ফর প্রমোশন অব কমিউনাল হারমনি’ প্রতিষ্ঠা করেন এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের পক্ষে ভারতে সমর্থন জানিয়েছিলেন। ১৯৭৭ সালে তাকে ভারতের সর্বোচ্চ সম্মাননা পদ্মশ্রী প্রদান করা হয়। তিনি ১৯৯০ সালের ৪ ফেব্রুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন।
বইসমূহ
মৈত্রেয়ী দেবী-এর কোনো বই পাওয়া যায়নি।