মুনীর চৌধুরী
লেখক পরিচিতি
আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী (২৭ নভেম্বর ১৯২৫–১৪ ডিসেম্বর ১৯৭১) ছিলেন একজন প্রখ্যাত বাঙালি নাট্যকার, প্রবন্ধকার, ভাষাবিজ্ঞানী ও শিক্ষাবিদ। মানিকগঞ্জে জন্মগ্রহণ করা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনে তিনি খুলনা ব্রজলাল কলেজ, জগন্নাথ কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। মুনীর চৌধুরী ছিলেন বামপন্থী রাজনৈতিক কর্মী এবং তার লেখা **‘কবর’** (১৯৫৩) পূর্ববাংলার প্রথম প্রতিবাদী নাটক হিসেবে খ্যাত। পাকিস্তানি শাসনের সময় কারাগারে বন্দী অবস্থায়ও তিনি সাহিত্যচর্চা চালিয়ে গেছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক তিনি বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে নিহত হন। তাঁর সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৮০ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
বইসমূহ
মুনীর চৌধুরী-এর কোনো বই পাওয়া যায়নি।