বুলবুল চৌধুরী
লেখক পরিচিতি
বুলবুল চৌধুরী (১৬ আগস্ট ১৯৪৮ – ২৮ আগস্ট ২০২১) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশি কথাসাহিত্যিক ও সাংবাদিক, যিনি বাস্তব জীবনের গভীরতা ও মানবিক অনুভবকে সাহিত্যিক ভাষায় প্রকাশের জন্য পরিচিত। তিনি গাজীপুর জেলার দক্ষিণবাগ গ্রামে জন্মগ্রহণ করেন এবং জগন্নাথ কলেজে (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) শিক্ষা লাভ করেন। কর্মজীবনে তিনি সাংবাদিকতায় যুক্ত ছিলেন এবং দৈনিক সমকাল সহ একাধিক গণমাধ্যমে কাজ করেছেন। তাঁর সাহিত্যকর্মে গ্রামীণ জীবন, সমাজ, প্রেম, দুঃখ, সংগ্রাম ও মানুষের অন্তর্গত সত্য ফুটে উঠেছে। ছোটগল্প ও উপন্যাসে তিনি সাধারণ মানুষের জীবনের টানাপোড়েনকে সজীবভাবে চিত্রিত করেছেন। তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থের মধ্যে রয়েছে টুকা কাহিনি, পরমানুষ, মাছের রাত এবং চৈতার বউ গো; আর উপন্যাসের মধ্যে অপরূপ বিল ঝিল নদী ও কহকামিনী বিশেষভাবে প্রশংসিত। ভাষা ও সাহিত্যে অনন্য অবদানের জন্য তিনি ২০২১ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন।
বইসমূহ
বুলবুল চৌধুরী-এর কোনো বই পাওয়া যায়নি।