বিমল মিত্র

বিমল মিত্র

বিমল মিত্র

লেখক পরিচিতি

বিমল মিত্র (১৮ মার্চ ১৯১২ – ২ ডিসেম্বর ১৯৯১) ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও গল্পকার, যিনি বাংলা ও হিন্দি উভয় ভাষায় সাহিত্য সৃষ্টি করেছেন। জন্ম কলকাতায়, কর্মজীবনের শুরু রেলে চাকরি দিয়ে হলেও পরবর্তীতে তিনি সম্পূর্ণভাবে সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেন। তার প্রথম উপন্যাস *ছাই*, তবে খ্যাতির শীর্ষে পৌঁছান *সাহেব বিবি গোলাম* উপন্যাসের মাধ্যমে, যা পরবর্তীতে জনপ্রিয় চলচ্চিত্রে রূপায়িত হয়। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে *কড়ি দিয়ে কিনলাম*, *প্রিয় সাথী*, *একক দশক শতক*, *চলো কলকাতা*, *পতি পরম গুরু* এবং *বেগম মেরী বিশ্বাস*। সাহিত্যজগতে তাঁর অবদানের জন্য তিনি ১৯৬৪ সালে *রবীন্দ্র পুরস্কার* পান। তাঁর বহু গল্প ও উপন্যাস চলচ্চিত্রে রূপান্তরিত হয়েছে এবং তিনি *ফিল্মফেয়ার পুরস্কার*ও লাভ করেন। জীবনের শেষ পর্যন্ত তিনি সাহিত্যচর্চায় সক্রিয় ছিলেন এবং প্রায় পাঁচ শতাধিক গল্প ও শতাধিক উপন্যাস লিখে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।

বইসমূহ

বিমল মিত্র-এর কোনো বই পাওয়া যায়নি।