বিমল কর

বিমল কর

বিমল কর

লেখক পরিচিতি

বিমল কর (১৯ সেপ্টেম্বর ১৯২১ – ২৬ আগস্ট ২০০৩) ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক ও ঔপন্যাসিক, যিনি বাংলা সাহিত্যে তাঁর অসাধারণ ছোটগল্প ও কিশোর সাহিত্য রচনার জন্য বিশেষভাবে পরিচিত। তিনি জন্মগ্রহণ করেন উত্তর ২৪ পরগনার টাকিতে। ছোটবেলা কেটেছে জব্বলপুর, হাজারিবাগ ও আসানসোলে। বিদ্যাসাগর কলেজ থেকে বিএ পাস করার পর আসানসোল অ্যামিউনেশন প্রোডাকশন ডিপোতে চাকরি করেন। ১৯৪৪ সালে তাঁর প্রথম গল্প “অম্বিকানাথের মুক্তি” প্রকাশিত হয় এবং এরপর থেকেই তিনি সাহিত্য জগতে নিজের অবস্থান তৈরি করেন। *বরফ সাহেবের মেয়ে* ছিল তাঁর প্রথম গল্পসংকলন। তিনি দীর্ঘদিন *দেশ* পত্রিকার বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। কিশোর পাঠকদের জন্য তিনি সৃষ্টি করেন জনপ্রিয় চরিত্র কিকিরা, এক অবসরপ্রাপ্ত জাদুকর ও গোয়েন্দা। তাঁর রচনাভিত্তিক বহু চলচ্চিত্র নির্মিত হয়েছে, যেমন *বসন্ত বিলাপ*, *ছুটি*, *বালিকা বধূ* ও *হ্রদ*। সাহিত্য অকাদেমি পুরস্কার, আনন্দ পুরস্কার ও শরৎচন্দ্র পুরস্কারসহ বহু সম্মানে ভূষিত হন তিনি। ২০০৩ সালে তিনি কলকাতার বিধাননগরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বইসমূহ

বিমল কর-এর কোনো বই পাওয়া যায়নি।