ফাল্গুনী রায়

ফাল্গুনী রায়

ফাল্গুনী রায়

লেখক পরিচিতি

ফাল্গুনী রায় (৭ জুলাই ১৯৪৫ – ৩১ মে ১৯৮১) ছিলেন হাংরি আন্দোলনের অন্যতম প্রখ্যাত বাঙালি কবি, যিনি তাঁর সাহসী জীবনযাপন ও ব্যতিক্রমী কবিতার জন্য বাংলা সাহিত্যে কিংবদন্তি হিসেবে পরিচিত। কলকাতার বরানগরে একসময়ের জমিদার পরিবারে জন্ম নেওয়া ফাল্গুনী শৈশবেই পরিবারের আর্থিক পতন দেখেছিলেন, যা তার সৃষ্টিশীল মননে গভীর প্রভাব ফেলে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি হাংরি আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং প্রচলিত সামাজিক, সাহিত্যিক ও নৈতিক কাঠামোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদী কণ্ঠস্বর তুলে ধরেন। অতিরিক্ত মাদক সেবন ও বোহেমিয়ান জীবনযাপনের কারণে মাত্র ৩৫ বছর বয়সে তাঁর মৃত্যু ঘটে। তাঁর একমাত্র কাব্যগ্রন্থ নষ্ট আত্মার টেলিভিশন (১৯৭৩) বাংলা আধুনিক কবিতার এক যুগান্তকারী সৃষ্টি, যা পরবর্তীকালে বারংবার পুনর্মুদ্রিত হয়েছে। ফাল্গুনী রায়ের অকালপ্রয়াণ তাকে বাংলা কবিতার রোমান্টিক ও বিদ্রোহী প্রতীকে পরিণত করেছে।

বইসমূহ

ফাল্গুনী রায়-এর কোনো বই পাওয়া যায়নি।