নিমাই ভট্টাচার্য
লেখক পরিচিতি
নিমাই ভট্টাচার্য (১০ এপ্রিল ১৯৩১ – ২৫ জুন ২০২০) ছিলেন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক ও সাংবাদিক। তিনি জন্মগ্রহণ করেন তৎকালীন যশোর জেলার মাগুরা মহকুমার শরশুনা গ্রামে। ছোটবেলায় মাতৃহীন হয়ে সীমিত আর্থিক অবস্থায় পড়াশোনা চালিয়ে যান। কলকাতার রিপন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন এবং দীর্ঘ ২৫ বছর দিল্লিতে ভারতীয় পত্রিকার রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিবেদক হিসেবে কাজ করেন। সাহিত্যজগতে তাঁর অভিষেক ঘটে ১৯৬৩ সালে *অমৃতবাজার পত্রিকা*-য় একটি উপন্যাস প্রকাশের মাধ্যমে, যা পাঠকসমাজে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তাঁর রচিত উপন্যাস *মেমসাহেব* বাংলা সাহিত্যের এক ক্লাসিক হিসেবে স্বীকৃত, যার ওপর ভিত্তি করে ১৯৭২ সালে উত্তম কুমার ও অপর্ণা সেন অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র নির্মিত হয়। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে *মিনিবাস*, *মাতাল*, *ইনকিলাব*, *ব্যাচেলার* ও *ডিফেন্স কলোনি*। জীবদ্দশায় তিনি দেড় শতাধিক গ্রন্থ রচনা করেন, যা তাকে বাংলা জনপ্রিয় সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখকে পরিণত করেছে।
বইসমূহ
নিমাই ভট্টাচার্য-এর কোনো বই পাওয়া যায়নি।