নারায়ণ গঙ্গোপাধ্যায়
লেখক পরিচিতি
নারায়ণ গঙ্গোপাধ্যায় (৪ ফেব্রুয়ারি ১৯১৮ – ৮ নভেম্বর ১৯৭০) ছিলেন ভারতীয় বাঙালি সাহিত্যিক, গল্পকার ও ঔপন্যাসিক। তিনি অবিভক্ত বাংলার দিনাজপুর জেলার বালিয়াডাঙ্গীতে জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ ও পরে ডক্টরেট ডিগ্রি অর্জন করে তিনি অধ্যাপনা করেন। তাঁর সাহিত্যজীবন শুরু হয় শিশু পত্রিকায় লেখার মাধ্যমে, পরে গল্প, উপন্যাস ও প্রবন্ধ রচনায় তিনি খ্যাতি অর্জন করেন। তিন খণ্ডে প্রকাশিত *উপনিবেশ* উপন্যাস তাঁকে পাঠকপ্রিয় করে তোলে। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে *শিলালিপি*, *লালমাটি*, *সম্রাট ও শ্রেষ্ঠী*, *কৃষ্ণপক্ষ* ও *বীতংস*। শিশু-কিশোর সাহিত্যে সৃষ্ট চরিত্র *টেনিদা* তাকে অমর খ্যাতি এনে দেয়। গল্প, উপন্যাস ও শিশুসাহিত্যে তার অবদান বাংলা সাহিত্যে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে চিহ্নিত।
বইসমূহ
নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর কোনো বই পাওয়া যায়নি।