দিলওয়ার
লেখক পরিচিতি
কবি দিলওয়ার (১ জানুয়ারি ১৯৩৭ – ১০ অক্টোবর ২০১৩) ছিলেন বাংলাদেশের অন্যতম প্রধান কবি, যিনি “গণমানুষের কবি” নামে পরিচিত। সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলায় জন্ম নেওয়া এই কবি তাঁর লেখনিতে সাধারণ মানুষের মনের কথা তুলে ধরেছেন। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন এবং দৈনিক *সংবাদ* ও *গণকণ্ঠ*-এর সহকারী সম্পাদক হিসেবে কাজ করেন। তিনি উদীচী ও খেলাঘর আসরের সিলেট শাখার সভাপতির দায়িত্বও পালন করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে *জিজ্ঞাসা* ও *ঐকতান*। সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদকে ভূষিত হন।
বইসমূহ
দিলওয়ার-এর কোনো বই পাওয়া যায়নি।
প্রণয়ী পাঠাগার — সর্বস্বত্ব সংরক্ষিত
প্রণয়ী পাঠাগার উন্নয়নে
ডটসাইন