আশরাফ সিদ্দিকী
লেখক পরিচিতি
আশরাফ সিদ্দিকী (১ মার্চ ১৯২৭ – ১৯ মার্চ ২০২০) একজন বাঙালি সাহিত্যিক, লোকগবেষক, কবি, ঔপন্যাসিক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক। তিনি বাংলা সাহিত্যে প্রবন্ধ, কবিতা, গল্প, ঔপন্যাস, লোকসাহিত্য ও শিশু সাহিত্য ক্ষেত্রে সমৃদ্ধ অবদান রেখেছেন। ১৯৬৪ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান এবং ১৯৮৮ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শুরু করেন নানাবাড়ির পাঠশালায়, পরে ময়মনসিংহ জিলা স্কুল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এমএ ও যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও পিএইচডি লাভ করেন। কর্মজীবন শুরু করেন টাঙ্গাইল কুমুদীনি কলেজে অধ্যাপনার মাধ্যমে, পরবর্তীতে রাজশাহী কলেজ, ঢাকা কলেজ ও জগন্নাথ কলেজে অধ্যাপনা করেন। ১৯৭৬–১৯৮৩ সালে তিনি বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। আশরাফ সিদ্দিকী পাঁচশোরও অধিক কবিতা রচনা করেছেন এবং বাংলার লোকঐতিহ্য ও শিশু সাহিত্য নিয়ে গভীর গবেষণা করেছেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ‘তালেব মাস্টার ও অন্যান্য কবিতা’, ‘সাত ভাই চম্পা’, ‘বিষকন্যা’, ‘উত্তরের তারা’, ‘গলির ধারের ছেলেটি’ এবং শিশুতোষ সাহিত্য ‘সিংহের মামা ভোম্বল দাস’। তিনি ১৯৫১ সালে সাঈদা সিদ্দিকীর সাথে বিবাহিত হন এবং পাঁচ সন্তানের জনক ছিলেন।
বইসমূহ
আশরাফ সিদ্দিকী-এর কোনো বই পাওয়া যায়নি।