আবিদ আনোয়ার
লেখক পরিচিতি
আবিদ আনোয়ার (জন্ম: ২৪ জুন, ১৯৫০, কটিয়াদী, কিশোরগঞ্জ) বাংলাদেশের কবি, প্রাবন্ধিক, গল্পকার ও বেতার-টিভির তালিকাভুক্ত গীতিকার ছিলেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে বিশেষ কমান্ডো হিসেবে অংশগ্রহণ করেন এবং কিশোরগঞ্জ অঞ্চলে গুরুত্বপূর্ণ অভিযানে নেতৃত্ব দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিসৌরী-কলাম্বিয়া থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেন। সাহিত্যজীবনে তিনি কবিতা, প্রবন্ধ, গল্প, শিশু সাহিত্য ও গীতিকর্মে সমৃদ্ধ অবদান রাখেন; উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘ধলপহরের পদাবলি’, ‘কাব্যসংসার’, ‘আটকে আছি মধ্যনীলিমায়’, ‘বাংলা কবিতার আধুনিকায়ন’, ‘আমার মুক্তিযুদ্ধ: রাজপথ থেকে রণাঙ্গন’ ও শিশু-কবিতা ‘মশার মেয়ে পুনপুনি’। তিনি বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (২০১২), রাষ্ট্রপতি পদক (১৯৭৯), স্বাধীনতার রজত জয়ন্তী স্মারক (১৯৯৭) ও আন্তর্জাতিকভাবে কমনওয়েলথ পুরস্কার (২০০৫, ২০০৮) সহ বিভিন্ন স্বীকৃতি লাভ করেন।
বইসমূহ
আবিদ আনোয়ার-এর কোনো বই পাওয়া যায়নি।