অমিতাভ দাশগুপ্ত
লেখক পরিচিতি
অমিতাভ দাশগুপ্ত (২৫ নভেম্বর, ১৯৩৫ – ৩০ নভেম্বর, ২০০৭) ছিলেন একজন বাঙালি কবি এবং শিক্ষাবিদ। তিনি অবিভক্ত বাংলার ফরিদপুরে জন্মগ্রহণ করেন এবং কলকাতার টাউন স্কুল, স্কটিশ চার্চ কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সম্পন্ন করেন। শিক্ষকতা জীবনে জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ এবং ময়নাগুড়ি উচ্চ বিদ্যালয়ে কাজ করেন। তিনি বামপন্থী রাজনীতিতে সক্রিয় ছিলেন, ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন এবং কিছুদিন জেলও ভোগ করেন। সাহিত্যজীবনে তিনি কবিতা রচনা ও সম্পাদনায় অবদান রাখেন, দেশ পত্রিকা এবং কালান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছেন, এছাড়া পরিচয় পত্রিকার সম্পাদকও ছিলেন। কাব্য রচনার জন্য নক্ষত্র ও প্রসাদ পুরস্কারে সম্মানিত হন এবং ১৯৯৯ সালে “আমার নীরবতা আমার ভাষা” কাব্যগ্রন্থের জন্য পশ্চিমবঙ্গের রবীন্দ্র পুরস্কার লাভ করেন। তাঁর প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে আছে *ছিল উদাসীন পর্যটন*, *ও উজ্জ্বল ফোয়ারার আনন্দ*, *এত যে পাতাল খুঁড়ছি*, এবং *এসো রাত্রি, এসো হোম*।
বইসমূহ
অমিতাভ দাশগুপ্ত-এর কোনো বই পাওয়া যায়নি।