তরু দত্ত
লেখক পরিচিতি
তরু দত্ত (৪ মার্চ ১৮৫৬ – ৩০ আগস্ট ১৮৭৭) ছিলেন একজন ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক ও অনুবাদক, যিনি ইংরেজি এবং ফরাসিতে রচনা করেছিলেন। তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন, শিক্ষার জন্য ইংল্যান্ডে ফরাসি ভাষা শিখেছেন এবং কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে "হায়ার লেকচারস ফর উইমেন"-এ অংশগ্রহণ করেন। তরু দত্তের সাহিত্যকর্মে ছোট ছোট কবিতা, ফরাসি ও ইংরেজি উপন্যাস এবং সংস্কৃত সাহিত্যের অনুবাদ অন্তর্ভুক্ত, যার মধ্যে উল্লেখযোগ্য হলো এ শেফ গ্লানড ফরাসি ফিল্ডস, এন্সিএন্ট বাল্লাড, লেজেন্ট অব হিন্দুস্তান এবং এ সি অব ফলিয়াজ। তিনি মাত্র ২১ বছর বয়সে মৃত্যুবরণ করেন, তবে তার রচনা মানুষের জীবনের বিভিন্ন অনুভূতি ও সমস্যার প্রতিফলন ঘটায়।
বইসমূহ
তরু দত্ত-এর কোনো বই পাওয়া যায়নি।
প্রণয়ী পাঠাগার — সর্বস্বত্ব সংরক্ষিত
প্রণয়ী পাঠাগার উন্নয়নে
ডটসাইন