সুবিমল মিশ্র

সুবিমল মিশ্র

সুবিমল মিশ্র

লেখক পরিচিতি

সুবিমল মিশ্র (২০ জুন ১৯৪৩ – ৮ ফেব্রুয়ারি ২০২৩) ছিলেন প্রথাবিরোধী বাংলা ছোটগল্পকার ও ঔপন্যাসিক, যিনি রাজনৈতিক, সামাজিক ও যৌন বিষয় নিয়ে অমিত্রভাষায় লিখেছেন এবং বড় পত্রিকায় প্রকাশিত হওয়া এড়িয়েছেন। তিনি নিজের অর্ধশতকের সাহিত্য জীবনে “অ্যান্টি-গল্প” ও “অ্যান্টি-উপন্যাস” রচনায় বিশেষ পরিচিতি লাভ করেছেন, যেখানে মধ্যবিত্ত সমাজের অসঙ্গতি, রাষ্ট্রের শোষণ এবং নৈরাজ্যমূলক উপস্থাপনা লক্ষ্য করা যায়। তার উল্লেখযোগ্য প্রকাশিত কাজের মধ্যে আছে তেজস্ক্রিয় আবর্জনা, আসলে এটি রামায়ণ চামারের গল্প হয়ে উঠতে পারতো, নাঙা হাড় জেগে উঠেছে, রঙ যখন সতর্কীকরণের চিহ্ন এবং আরও কয়েকটি উপন্যাস ও ছোটগল্প। শিক্ষকতা জীবনের পাশাপাশি তিনি নিজে প্রকাশ, সম্পাদনা ও বিক্রয় করতেন এবং তার সাহিত্যকর্মে জঁ-লুক গদার, লুই বুনুয়েল, আন্দ্রেই তার্কভস্কি ও ঋত্বিক ঘটকের প্রভাব স্পষ্ট।

বইসমূহ

সুবিমল মিশ্র-এর কোনো বই পাওয়া যায়নি।