মলয় রায়চৌধুরী
লেখক পরিচিতি
মলয় রায়চৌধুরী (২৯ অক্টোবর ১৯৩৯ – ২৬ অক্টোবর ২০২৩) ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম বিতর্কিত ও প্রভাবশালী কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক। তিনি ১৯৬০-এর দশকে বাংলা সাহিত্যে “হাংরি আন্দোলন”-এর মাধ্যমে প্রতিষ্ঠানবিরোধী সাহিত্যধারার সূচনা করেন। তাঁর রচিত কবিতা প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার প্রকাশের পর রাষ্ট্রবিরোধী মামলায় তাঁকে গ্রেফতার করা হয়, যা তাঁকে সাহিত্যের এক সাহসী কণ্ঠে পরিণত করে। মলয় রায়চৌধুরীর লেখায় বিদ্রোহ, পরাবাস্তবতা ও উত্তর-আধুনিক ভাবনার গভীর ছাপ লক্ষ্য করা যায়। তিনি শতাধিক গ্রন্থের রচয়িতা, যার মধ্যে রয়েছে কবিতা, উপন্যাস, প্রবন্ধ, অনুবাদ ও জীবনী। ২০০৩ সালে অনুবাদ সাহিত্যে তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। জীবনের শেষভাগে তিনি মুম্বাইয়ে বসবাস করতেন এবং ২০২৩ সালে মৃত্যুবরণ করেন।
বইসমূহ
মলয় রায়চৌধুরী-এর কোনো বই পাওয়া যায়নি।
প্রণয়ী পাঠাগার — সর্বস্বত্ব সংরক্ষিত
প্রণয়ী পাঠাগার উন্নয়নে
ডটসাইন