সৈয়দ মুর্তাজা আলী
লেখক পরিচিতি
সৈয়দ মুর্তাজা আলী (১ জুলাই ১৯০২ – ৯ আগস্ট ১৯৮১) একজন প্রখ্যাত সিলেটি লেখক, গবেষক ও ইতিহাসবিদ ছিলেন, যিনি বাংলাদেশের সিলেট অঞ্চলের ইতিহাস এবং সামাজিক ও সাংস্কৃতিক জীবন নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। তিনি মৌলভীবাজার ও সিলেট স্কুল থেকে শিক্ষিত হয়ে প্রেসিডেন্সি কলেজ থেকে পদার্থবিজ্ঞানে অনার্স শেষ করেন এবং পরবর্তীতে আইসিএস ও আসাম প্রভিন্সিয়াল সিভিল সার্ভিস পরীক্ষা উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে প্রবেশ করেন। তার কর্মজীবন দীর্ঘ ও বৈচিত্র্যময় ছিল; তিনি মৌলভীবাজার, সুনামগঞ্জ, শিলং, তেজপুর, ঢাকার বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালন করেন এবং অবসর নেওয়ার পর বাংলা একাডেমি ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতিও ছিলেন। সাহিত্য ও ইতিহাসের ক্ষেত্রে তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে পশ্চিম পাকিস্তান, The History of Jaintia, History of Chittagong, হজরত শাহ্ জালাল ও সিলেটের ইতিহাস, আমাদের কালের কথা, মুজতবা-কথা প্রভৃতি। তার অবদানকে স্বীকৃতি জানিয়ে তাকে বাংলা একাডেমি পুরস্কার ও স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত করা হয়।
বইসমূহ
সৈয়দ মুর্তাজা আলী-এর কোনো বই পাওয়া যায়নি।