হাসান হাফিজুর রহমান
লেখক পরিচিতি
হাসান হাফিজুর রহমান (১৪ জুন ১৯৩২ – ১ এপ্রিল ১৯৮৩) বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, সাংবাদিক ও সাহিত্য সমালোচক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ. পাশ করার পর জগন্নাথ কলেজে অধ্যাপনা করেন এবং সাংবাদিকতার বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয় ছিলেন। তার সাহিত্যকর্মের মধ্যে কাব্যগ্রন্থ “বিমুখ প্রান্তর”, “আর্ত শব্দাবলী”, “অন্তিম শরের মতো”, “শোকার্ত তরবারী”, প্রবন্ধ “আধুনিক কবি ও কবিতা”, গল্প “আরো দুটি মৃত্যু” এবং ভ্রমণকাহিনী “সীমান্ত শিবিরে” উল্লেখযোগ্য। এছাড়াও তিনি বাংলা ভাষায় হোমারের ওডিসি অনুবাদ করেছেন। হাসান হাফিজুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংক্রান্ত ১৬ খণ্ডের দলিলপত্র সম্পাদনার জন্য সুপরিচিত। তার অবদানের স্বীকৃতি হিসেবে মৃত্যুর পর মরণোত্তর একুশে পদক (১৯৮৪) এবং স্বাধীনতা পুরস্কার (২০০২) প্রদান করা হয়। তিনি সাহিত্য, সাংবাদিকতা ও সমাজচেতনার ক্ষেত্রে বাংলাদেশের আধুনিকতার অন্যতম প্রতিষ্ঠাতা ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃত।
বইসমূহ
হাসান হাফিজুর রহমান-এর কোনো বই পাওয়া যায়নি।