হুমায়ুন কবির কবি
লেখক পরিচিতি
হুমায়ুন কবির (২৫ ডিসেম্বর ১৯৪৮ – ৬ জুন ১৯৭২) ছিলেন বাংলাদেশের এক প্রগতিশীল কবি, লেখক ও বামপন্থী রাজনীতিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম.এ সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। কবি হিসেবে তার গভীর চিন্তা, সমাজচেতনা ও বিপ্লবী মনোভাব বাংলা সাহিত্যে বিশেষ স্থান করে নিয়েছিল। তিনি “বাংলাদেশ লেখক শিবির”-এর অন্যতম আহ্বায়ক ছিলেন, যেখানে আহমদ ছফা, ফরহাদ মাজহার, হেলাল হাফিজ প্রমুখ ছিলেন তার সহযোদ্ধা। তার কাব্যগ্রন্থ “কুসুমিত ইস্পাত” মৃত্যুর পর প্রকাশিত হয়, যা তাকে অমর করে রাখে। বামপন্থী রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ১৯৭২ সালের ৬ জুন ঢাকায় আততায়ীর গুলিতে তিনি নিহত হন। অল্প বয়সে মৃত্যুবরণ করলেও তার সাহিত্য ও আদর্শ পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।
বইসমূহ
হুমায়ুন কবির কবি-এর কোনো বই পাওয়া যায়নি।
প্রণয়ী পাঠাগার — সর্বস্বত্ব সংরক্ষিত
প্রণয়ী পাঠাগার উন্নয়নে
ডটসাইন