বাণী বসু
লেখক পরিচিতি
বাণী বসু (জন্ম ১১ মার্চ ১৯৩৯, কলকাতা) একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখিকা, যিনি উপন্যাস, প্রবন্ধ, কবিতা ও অনুবাদের মাধ্যমে সমসাময়িক বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছেন। তিনি কলকাতার লেডি ব্র্যাবোর্ন কলেজ ও স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম.এ. ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি বিজয় কৃষ্ণ গার্লস কলেজে ইংরেজি সাহিত্যের অধ্যাপিকা ছিলেন। বাণী বসুর সাহিত্যজীবন শুরু হয় আশির দশকে, আর তার প্রথম উপন্যাস জন্মভূমি মাতৃভূমি প্রকাশিত হয় ১৯৮৭ সালে। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে আছে মৈত্রেয় জাতক, অষ্টম গর্ভ, খনামিহিরের ঢিপি, কৃষ্ণ বাসুদেব প্রভৃতি। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি অনুবাদক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন—শ্রী অরবিন্দ, সমারসেট মম ও এইচ. ডি. লরেন্সের রচনাসমূহ অনুবাদ করেছেন তিনি। সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি তারাশঙ্কর পুরস্কার (১৯৯১), আনন্দ পুরস্কার (১৯৯৭), বঙ্কিম পুরস্কার (১৯৯৯), এবং সাহিত্য অকাদেমি পুরস্কার (২০১০) লাভ করেন।
বইসমূহ
বাণী বসু-এর কোনো বই পাওয়া যায়নি।