হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
লেখক পরিচিতি
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় (১৭ এপ্রিল ১৮৩৮ – ২৪ মে ১৯০৩) ছিলেন বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট দেশপ্রেমিক কবি ও শিক্ষিত সাহিত্যিক। তাঁর জন্ম হুগলি জেলার রাজবল্লভহাটের নিকট গুলিটা গ্রামে এক দরিদ্র পরিবারে। হেমচন্দ্র হিন্দু কলেজে অধ্যয়ন করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। জীবিকার জন্য প্রথমে তিনি মিলিটারি অডিট অফিসে কেরানী হিসেবে কাজ করেন, পরে শিক্ষকতা, ওকালতি ও সরকারি উকিল হিসেবেও কর্মরত ছিলেন। তিনি মাইকেল মধুসূদন দত্ত-পরবর্তী যুগের প্রধান কবি হিসেবে খ্যাতি অর্জন করেন। তাঁর বিখ্যাত রচনাগুলির মধ্যে চিন্তাতরঙ্গিনী (১৮৬১), বীরবাহু, বৃত্রসংহার (১৮৭৫–৭৭), আশাকানন (১৮৭৬) এবং ছায়াময়ী (১৮৮০) উল্লেখযোগ্য। বিশেষ করে বৃত্রসংহার কাব্যে তিনি পৌরাণিক কাহিনীর মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের আহ্বান জানান, যা তাঁকে বাংলা সাহিত্যের প্রথম জাতীয়তাবাদী কবি হিসেবে প্রতিষ্ঠিত করে। তাঁর “ভারতসঙ্গীত” কবিতায় দেশপ্রেমের স্পষ্ট উচ্চারণ পাওয়া যায়। জীবনের শেষ দিকে দারিদ্র্য ও দৃষ্টিশক্তিহীনতার কষ্ট ভোগ করলেও তিনি দেশপ্রেম ও সাহিত্যচর্চায় অবিচল ছিলেন।
বইসমূহ
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়-এর কোনো বই পাওয়া যায়নি।