বিহারীলাল চক্রবর্তী
লেখক পরিচিতি
বিহারীলাল চক্রবর্তী (২১ মে ১৮৩৫ – ২৪ মে ১৮৯৪) ছিলেন বাংলা সাহিত্যের প্রথম বিশুদ্ধ গীতিকবি। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে “বাংলা গীতিকাব্যের ভোরের পাখি” বলে অভিহিত করেন। তিনি ১৯শ শতকের বাংলা কবিতাকে ভাবপ্রবণ ও অন্তর্মুখী ধারায় রূপ দেন। তার জন্ম কলকাতার জোড়াবাগানে, পিতা দীননাথ চক্রবর্তী। শৈশবে সংস্কৃত, ইংরেজি ও বাংলা সাহিত্য অধ্যয়ন করেন এবং কলকাতার সংস্কৃত কলেজে তিন বছর পড়াশোনা করেন। বিহারীলাল মাত্র উনিশ বছর বয়সে অভয়া দেবীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার সাহিত্যজীবনের সূচনা হয় “স্বপ্নদর্শন” (১৮৫৮) গ্রন্থের মাধ্যমে। পরবর্তীতে “সঙ্গীত শতক”, “বঙ্গসুন্দরী”, “নিসর্গসন্দর্শন”, “বন্ধুবিয়োগ”, “সারদামঙ্গল”, “বাউলবিংশতি” প্রভৃতি গ্রন্থে প্রেম, প্রকৃতি ও মানসিক অনুভূতির গীতিময় প্রকাশ ঘটেছে। তিনি “পূর্ণিমা” ও “অবোধবন্ধু” পত্রিকার সম্পাদক হিসেবেও খ্যাত ছিলেন। তার “সারদামঙ্গল” বাংলা সাহিত্যের গীতিকাব্য ধারায় এক মাইলফলক। বিহারীলালের কাব্য ভাবনায় প্রকৃতি, প্রেম, ও সংগীতের মেলবন্ধন বাংলা কবিতায় নতুন রূপ এনে দিয়েছে।
বইসমূহ
বিহারীলাল চক্রবর্তী-এর কোনো বই পাওয়া যায়নি।